বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
মো: মুতাসিম বিল্লাহ বায়জিদ, জামালপুর প্রতিনিধি:
রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তা দিতে জামালপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে কৃষি অধিদপ্তরের আয়োজনে এই প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ জিন্নাত পিংকি প্রধান অতিথি এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক সভাপতিত্ব করেন।
প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, চিনাবাদাম, পেঁয়াজ ও মসুর ফসলের আবাদে উৎসাহ দিতে মোট ৭ হাজার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই সহায়তা দেওয়া হচ্ছে।
কৃষকরা জানান, সরকারের এই উদ্যোগ উৎপাদন খরচ কমিয়ে তাদের কৃষিকাজে নতুন প্রেরণা যোগাবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩