বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার ফার্মহাট সরকারপাড়া গ্রামে স্বামীর উপর অভিমান করে মমতাজ বেগম (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা সকালে দরজা বন্ধ অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মমতাজ বেগমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩