বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার দাবিতে জাকসুর স্মারকলিপি চকরিয়ায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র সংগঠনের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত রাজশাহীর পুঠিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু নবীনগরে রেজিয়া খাতুন নামের এক বৃদ্ধা নিখোঁজ ইটনায় সরকারি চাল আত্মসাতের মামালার আসামি যুবদলের নেতা দেলোয়ার গ্রেফতার ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম, জুয়া ও মাদক বিষয়ে সচেতনতা উদ্যোগ গ্রহণ মাটির মানুষ তায়েব উদ্দীন, পেশায় কৃষক, মননে শিল্পী পাঁচবিবির পেশাজিবী বিভাগের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত বাউফলে নিখোঁজের তিন দিন পর শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার বাউফলের কৃতি সন্তান এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালপুরে সন্তান না হওয়ায় গৃহবধূর আত্মহত্যা কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি, শিবচরে সমর্থকদের বিক্ষোভ মাভাবিপ্রবি মাকসু নির্বাচনে দলীয় রাজনীতির প্যানেল গঠন নিষিদ্ধ জবিস্থ চটগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান ইট বিছানো রাস্তা, গর্ত আর জলাবদ্ধতা-এমনই ববির প্রধান প্রবেশপথ, সংস্কারের অবহেলা ববি প্রশাসনের বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে ট্রাক চাপায় ৩ কর্মী নিহত

বাউফলে নিখোঁজের তিন দিন পর শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের তিন দিন পর খাল থেকে এক শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আব্দুর রশিদ হাওলাদার (১০২)। তিনি উপজেলার ধুলিয়া ইউনিয়নের ব্রিজের ঢাল এলাকার মৃত আইনউদ্দিন হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কালিশুরী ইউনিয়নের কুমারখালি এলাকার একটি খালে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার (২ নভেম্বর) সকালে আব্দুর রশিদ হাওলাদার তার ছোট ছেলে জাকির হোসেনের বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের বিষয়টি তখন পুলিশকে জানানোও হয়নি।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “রবিবার নিখোঁজের বিষয় কিংবা মরদেহ উদ্ধারের ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিক সুরতহালে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। বৃদ্ধটি মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক ছিলেন এবং মৃত্যুটি স্বাভাবিক বলেই মনে হয়েছে।”

স্থানীয়রা জানান, আব্দুর রশিদ হাওলাদার এলাকায় একজন ভদ্র ও ধর্মপরায়ণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ শত বছরের জীবনের শেষ প্রহরে এভাবে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩