বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
আরাফাত হোসেন, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে স্ত্রী সিমা বেগম (২০) কে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে অসুস্থ স্ত্রী সিমা বেগম অ্যাম্বুল্যান্সে করে কালকিনি থানায় অভিযোগ দায়ের করতে আসেন।
ঘটনাসূত্রে জানা যায়, কয়েক বছর আগে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচোরী স্বস্থাল গ্রামের আঃ করিম তালুকদারের ছেলে মফিজুর রহমানের সাথে এনায়েত নগর ইউনিয়নের এনায়েত নগর গ্রামের এসকেন সরদারের মেয়ে সিমা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়।
অভিযোগ উঠেছে, তিন দিন আগে স্বামী মফিজুর রহমানের নেতৃত্বে সালমা বেগম, মাসুদ ও তহমিনা বেগম মিলে কৌশলে সন্ধ্যার সময় সিমা বেগমকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেন। বর্তমানে ভুক্তভোগী বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘটনার বিষয়ে ভুক্তভোগীর মা বলেন, “আমার মেয়েকে পারিবারিকভাবে বিয়ে দিই মফিজুর রহমানের সাথে। কিন্তু কিছুদিন পর সালমা নামের এক নারীর সাথে পরকীয়া শুরু করে আমার জামাই। পরে তারা গোপনে বিয়ে করে, কিন্তু সম্প্রতি তাদের ছারাছারি হয়। এরপরই আমার মেয়েকে হত্যার চেষ্টা করা হয়েছে।”
এ বিষয়ে কালকিনি থানার ওসি কে. এম. সোহেল রানা বলেন, “অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩