মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদা কে বিএনপির প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত মাদারীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো মনোনয়ন বঞ্চিত হওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ চুরি-ছিনতাইয়ে নাস্তানাবুদ সুয়ালকাবাসী কুড়িগ্রামের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত রাজবাড়ী-১ আসনের ধানের শীষ প্রতীক পেলেন আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন এডভোকেট ফজলুর রহমান ‎কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতীর বিষাক্ত ‘লায়নফিশ’ কুয়াকাটা হাসপাতালে জামায়াতের হুইলচেয়ার প্রদান কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ পেলেন সাইফুর রহমান রানা রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান গাজীপুরে শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে মৃত্যু জবিশিবিরের মেরিট অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত তিন বিভাগের মেধাবীরা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা ভালো হয়ে যাও মাসুদ- তাহেরির হুঁশিয়ারি চারঘাটে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবিতে মোংলা সরকারি কলেজে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান বিরামপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিফাত, অসহায় রাজমিস্ত্রি বাবার সাহায্যের আবেদন বিয়ের লোভ দেখিয়ে খালাতো বোনের সঙ্গে সম্পর্ক, পূবাইলে যুবক গ্রেপ্তার

চারঘাটে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে পদ্মার শাখা বড়াল নদীতে গোসল করতে নেমে দুইজন ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার থানাপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ ইসলাম (১৭) ও একই গ্রামের ইসরাফিল হকের ছেলে রিহান ইসলাম (১৭)। মাহিদ ও রিহান উভয়ই সদ্য ২০২৫ সালে এস.এস.সি পাশ করেছেন।

সোমবার বিকেল সাড়ে আনুমানিক ৪টার দিকে বড়াল নদী থেকে ফায়ার সার্ভিসের টিম তাদের লাশ উদ্ধার করা করেছে। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, ফুটবল খেলা শেষ করে সোমবার দুপুর ১টার দিকে মাহিদ ও রিহানসহ ১০/১২ জন বাড়ীর পাশে বড়াল। নদীতে গোসল করতে যায়। এমন সময় সকলের মাঝ থেকে ওই দুই ছাত্র বড়ালের পানিতে তলিয়ে যায়।

দীর্ঘক্ষন খোজাখুজি করেও তাদের না পাওয়ায় সংবাদ দেয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় বিকেল সাড়ে ৪ টায় দুই ছাত্রকে উদ্ধার করেন। পরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকেই মৃত ঘোষনা করেন। এ দিকে একই গ্রামের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যূর খবর ছড়িয়ে পড়লে মাহিদ ও রিহানের পরিবারে মাঝে শোকের ছায়া নেমে আসে। ডুবে যাওয়ার খবরে মাহিদের
পিতা সাজ্জাদ হার্ট স্টক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন নিহত মাহিদের মা ও রিহানের মা।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যূ মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩