মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
মো: ফাহিম সরকার, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নের পশ্চিম জয়দেবপুর গ্রামের এক রাজমিস্ত্রি পরিবারের ওপর নেমে এসেছে অন্ধকার।
৬ নং ওয়ার্ডের বাসিন্দা রাজমিস্ত্রি রমজান আলী, স্ত্রী শামিমা খাতুন এবং দুই সন্তানকে নিয়ে গড়ে তুলেছিলেন সাদামাটা সুখের সংসার। প্রতিদিন রাজমিস্ত্রির কাজ করে কষ্টে হলেও পরিবারের মুখে হাসি ফুটাতেন তিনি।
কিন্তু প্রায় ১১ মাস আগে বড় ছেলে সিফাত রহমানের শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে।
এরপর থেকেই শুরু হয় রমজানের ছুটোছুটি—এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়ঝাঁপ করে ছেলের চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। সন্তানের জীবন বাঁচাতে নিজের শেষ সম্বল, এমনকি জায়গা-জমিও বিক্রি করে দিয়েছেন এই অসহায় বাবা।
বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব। ছেলের চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই এখন সমাজের সহৃদয়বান মানুষের সহায়তা কামনা করেছেন তিনি।
মাত্র দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছোট্ট সিফাত রহমান, পশ্চিম জয়দেবপুর কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার স্বপ্ন বড় হয়ে মানুষের মতো মানুষ হওয়া। কিন্তু মারণব্যাধি ক্যান্সার সেই স্বপ্নকে করে তুলেছে অনিশ্চিত।
রমজান আলী বলেন, “আমার ছেলেটাকে বাঁচাতে যা কিছু ছিল, সব বিক্রি করেছি। এখন আমি নিরুপায়। কেউ যদি আমার সন্তানের পাশে দাঁড়ায়, আমি চিরকৃতজ্ঞ থাকব।”
এমন এক অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহলও।
রমজান আলীর বিকাশ/নগদ: 01735715084
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩