সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সংবাদের প্রকাশের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কবি নজরুল ইসলাম সম্মাননা-২৫ পেলেন দুই সাংবাদিক।
এরমধ্যে অপরাধ অনুসন্ধান বিষয়ক সংবাদ প্রকাশে দৈনিক আজকের পত্রিকার মোঃ আকতারুজ্জামান ও প্রবাসীদের নিয়ে সংবাদ প্রকাশে দৈনিক আমার দেশ পত্রিকার মোঃ এমদাদ উল্যাহ।
রোববার সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরায় মজুমদার পাবলিক লাইব্রেরির উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে মজুমদার পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মহী উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ উল্যাহ, শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমন, আবদুর রহমান, নাজমুল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩