সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:
উত্তরের জনপদ নীলফামারীতে বৃষ্টি বলয় আঁখি যেন কৃষকদের মেরুদণ্ডই ভেঙে দিয়েছে। টানা ভারি বৃষ্টি ও অপ্রত্যাশিত জলাবদ্ধতায় জেলার বিভিন্ন এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। এক কথায়, নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কৃষিখাত।
স্থানীয় কৃষকরা জানান, এ বছর আমন ধান, শাকসবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ভালো ফলনের আশায় মাঠে ঘাম ঝরিয়েছিলেন তারা। কিন্তু আকস্মিক বৃষ্টিপাত ও জলাবদ্ধতা তাদের সব পরিশ্রম নষ্ট করে দিয়েছে। অনেকেরই এখন পুনরায় চাষাবাদ করার মতো সামর্থ্য নেই।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার প্রায় হাজারো হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ কোটি টাকায় দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন চলছে। দ্রুত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী মৌসুমে কৃষিকাজে বড় ধরণের প্রভাব পড়বে, যা জেলার অর্থনীতিকেও নারিয়ে দিয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩