রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় রাঙামাটি শহরের স্বনামধন্য হোটেল গ্র্যান্ডমাস্টার-এর কনফারেন্স রুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই পার্বত্য জেলার বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি দীপেন দেওয়ান।
তিনি বলেন, “জিয়া পরিষদ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি পেশাজীবী সংগঠন। সোনালী ব্যাংকের এই প্ল্যাটফর্ম থেকে দেশপ্রেম, পেশাগত নৈতিকতা ও জাতীয়তাবাদী চেতনা আরও প্রসারিত হবে।”
সভায় নবগঠিত কমিটির সভাপতি বিশ্বজিত তঞ্চঙ্গ্যা-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাইফুল ইসলাম পনির, জিয়া পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মানষ মুকুর চাকমা, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন এবং রাঙামাটি জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দীন ও সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার চাকমা।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা।
তিনি বলেন, “পার্বত্য অঞ্চলে জিয়া পরিষদের কার্যক্রম এখন আরও গতিশীল হচ্ছে। সংগঠনটি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে পেশাগত সততা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস. এম. আবুল বাশার। তিনি সংগঠনের সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মিয়া, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমাসহ জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “জিয়া পরিষদের লক্ষ্য হলো বিএনপির আদর্শ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন—একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা।”
শেষে সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩