শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার লাশ উদ্ধার চান্দিনায় হাতপাখার প্রার্থীর মটরসাইকেল শোডাউন ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএসএফের হস্তান্তর করা ১৯ জনকে থানায় হস্তান্তর করলো বিজিবি বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস: ডা. জাহিদ হোসেন ঠাকুরগাঁওয়ে ৩৫ বছর কর্মজীবন শেষে শিক্ষকের সম্মানজনক বিদায় পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫” বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিক্ষার্থীদের নিজস্ব কন্ট্রোল সিস্টেমে কুয়েটে চালু হলো অটোমেটিক ওয়াশিং মেশিন বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ দোয়ারাবাজারে তিনটি গ্রামীণ রাস্তার কাজে অনিয়মের অভিযোগ অষ্টম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন লাল পরীর ঘরে ফেরা কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে কূটনৈতিক বিতর্কের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত গাজীপুরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে দুদকের অভিযান গহিন পাহাড়ি ঘাঁটিতে জিম্মি থাকা ২৪ রোহিঙ্গাকে উদ্ধার

জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত ‘মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) জবি উপাচার্যের কনফারেন্স রুমে মাদকবিরোধী প্রচারণা কমিটির তত্ত্বাবধানে এবং মাদকবিরোধী ফোরামের আয়োজনে ‘মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম এবং সভাপতিত্ব করেন জবি মাদকবিরোধী প্রচারণা কমিটির আহ্বায়ক ও গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক।

এছাড়াও মাদকবিরোধী ফোরামের সভাপতি অমৃত রায় এবং সাধারণ সম্পাদক জীবন মিয়ার সঞ্চালিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭৮ জন শিক্ষার্থীর মধ্যে শ্রেষ্ঠ তিনজনকে শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রথম স্থান অর্জন করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৬তম ব্যাচের শিক্ষার্থী রাশেদুজ্জামান লিমন। তার স্লোগান ছিলো “মাদক ছেড়ে বই পড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি”। দ্বিতীয় স্থান অর্জন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫তম ব্যাচের মোস্তাফিজুর রহমান। তৃতীয় স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের কনিকা রাণী।

বক্তৃতা পর্বে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “মাদককে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবসময় জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “সমালোচনা আসলেও মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে হবে অব্যাহতভাবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।”

জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, “যুব সমাজকে যদি মাদকের অপশক্তি থেকে দূরে রাখতে না পারি, তবে এ জাতির ভবিষ্যৎ অন্ধকার। অনেক সময় দেখা যায়, কেউ কেউ মাদক বিষয়ে উৎসাহ প্রদান করে বা প্ররোচিত করে অন্যের জীবন ধ্বংস করছে এটি চরম অন্যায়। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সবাইকে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে, তাহলেই আমরা একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পারব।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩