শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের পর অবসর নিচ্ছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু মুকুল চন্দ্র রায়। প্রিয় শিক্ষকের অবসরের খবরে বিদ্যালয়ে ছুটে আসেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হন এই প্রিয় শিক্ষক।
দীর্ঘ কর্মজীবনের সাথীদের বিদায়বেলায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় বিদ্যালয় প্রাঙ্গণে। সহকর্মীরা অশ্রুসিক্ত নয়নে প্রিয় সহকর্মীকে বিদায় জানান, আর শিক্ষার্থীরা পা ছুঁয়ে নেন আশীর্বাদ। বিদ্যালয়ের গেটে ভিড় করেন আশপাশের এলাকার শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ—সবার মুখেই ছিল শ্রদ্ধা আর ভালোবাসা।
স্থানীয়রা জানান, ১৯৯০ সালে গণিত বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন মুকুল চন্দ্র রায়। ৩৫ বছরের নিরলস সেবার পর তিনি আজ অবসর নিচ্ছেন। বিদায় বেলায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরে তাঁকে ফুলে সাজানো প্রাইভেট কারে করে বাড়ি পৌঁছে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদায়ী শিক্ষক বাবু মুকুল চন্দ্র রায় আবেগাপ্লুত কণ্ঠে বলেন, বিদায় আসলে খুব কষ্টের। তবে আমার শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর এমন ভালোবাসা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বর রহমান বলেন, স্যারের শূন্যতা পূরণ হবার নয়। তিনি সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধে সবার কাছে অনুকরণীয় ছিলেন। আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।
শিক্ষার্থীরাও জানায়, “স্যার শুধু শিক্ষক নন, তিনি আমাদের পথপ্রদর্শক। তাঁর হাসিমুখ, শৃঙ্খলা আর আন্তরিকতা সারাজীবন মনে থাকবে।
বিদ্যালয় প্রাঙ্গণে সেই দিনের বিদায় অনুষ্ঠানে ছিল আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন—যেখানে একজন মহান শিক্ষকের জীবনব্যাপী অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করলো সবাই।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩