বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
সরুজ আলী, বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ধারাবাহিকভাবে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে প্রথম ২ নং বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর এস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, ডেন্টাল, জেনারেল সার্জারি, মেডিসিন ও মহিলা বিষয়ক চিকিৎসক রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করেন।
এই মেডিক্যাল ক্যাম্পে বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার সম্মানিত সভাপতি ডাঃ মোঃ শামসুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সিনিয়র সাধারণ সম্পাদক আবু কাফি জন্নন ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া শ্রীরামপুরের উচ্চ বিদ্যালয় এর পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ ছাত্র-ছাত্রী অভিভাবক এবং বিভিন্ন এলাকার রোগীরা তাদের রোগ সংক্রান্ত পরামর্শ গ্রহণ করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩