বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
অলি উল্লাহ (রিপন), বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
বাউফলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ।
আজ (৩০ অক্টোবর) রোজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাউফল সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে বাউফল-বগা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অবৈধ ট্রলির কারণে গত কয়েক বছরে বাউফলে ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তিন-চার দিন আগেও এক সেনা সদস্য সহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এরপরও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
শিক্ষার্থীদের দাবি,কারা এই অপশক্তি যাদের সমার্থ এই অবৈধ মাহিন্দ্রা / টলি রাস্তায় চলছে… তারা আরো বলেন এই মাহিন্দ্রা দিয়ে কৃষি কাজের জমি নিংড়ানোর কাজে ব্যাবহার করা এই যানবাহন কেন রাস্তায় চলবে। এ সময় শিক্ষার্থী রুহুল আমিন বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমরা শুধু সড়ক অবরোধে থেমে থাকবো না।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন,শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। আমরা তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩