বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫” বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিক্ষার্থীদের নিজস্ব কন্ট্রোল সিস্টেমে কুয়েটে চালু হলো অটোমেটিক ওয়াশিং মেশিন বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ দোয়ারাবাজারে তিনটি গ্রামীণ রাস্তার কাজে অনিয়মের অভিযোগ অষ্টম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন লাল পরীর ঘরে ফেরা কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে কূটনৈতিক বিতর্কের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত গাজীপুরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে দুদকের অভিযান গহিন পাহাড়ি ঘাঁটিতে জিম্মি থাকা ২৪ রোহিঙ্গাকে উদ্ধার জাতিসংঘের আলোকচিত্র প্রদর্শনীতে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ছবি মেসার্স নিহা ব্রিকস পরিচালনায় নেই আইনগত বাঁধা ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি কালকিনিতে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের ব্যাপক গণসংযোগ গাজীপুরে স্বেচ্ছাসেবক নেতা আব্দুল হালিম মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার বড়াইগ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থায় অগ্রগতি বাউফলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ দুমকিতে যুবদলের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচি নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে তিনটি গ্রামীণ রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পলিরচর গ্রামে নতুন নির্মিত একটি সড়কে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, মাশুকের দোকান হতে কালামিয়ার বাড়ি পর্যন্ত, পান্ডারগাঁও দক্ষিণপাড় ও গুফিনগর মড়ল বাড়ির সংযোগ সড়কটি নির্মাণে নিম্নমানের ইটখোয়া, পাথর ও বালু ব্যবহার করা হয়েছে। কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই রাস্তাটির বিভিন্ন অংশে ফাটল ও ভাঙচুর দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “এই রাস্তার কাজে ঠিকাদার নিম্নমানের মালামাল ব্যবহার করেছেন। কয়েকদিনের বৃষ্টিতেই পিচ উঠে গেছে। এত দ্রুত ভাঙা শুরু হবে, তা ভাবিনি।”

স্থানীয়দের অভিযোগ, “রাস্তাটি আমাদের যোগাযোগের একমাত্র পথ। কিন্তু কাজের মান না থাকায় এখন আবার কাদা আর গর্তে ভরা হয়ে গেছে।”

এ বিষয়ে স্থানীয়দের দাবি, সরকারি অর্থের অপচয় ঠেকাতে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

রাস্তা নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।

পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ জানান, “অভিযোগের বিষয়টি জানা গেছে। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তাটি মেরামত করে স্থায়ীভাবে টেকসই করার দাবি জানিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩