বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলাজুড়ে আমন ধানে কারেন্ট পোকার ভয়াবহ আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছেন চাষিরা। উপজেলার বিভিন্ন মাঠে সবুজ ধানক্ষেত এখন বাদামী হয়ে শুকিয়ে যাচ্ছে। সময়মতো প্রতিকার না পেলে উৎপাদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহের অনবরত গরম ও মাঝে মাঝে হালকা বৃষ্টির কারণে পোকার বিস্তার বেড়েছে। তারা নানা ধরনের কীটনাশক ব্যবহার করলেও খুব একটা ফল মিলছে না। ফলে একদিকে পোকা দমন, অন্যদিকে ক্রমবর্ধমান উৎপাদন খরচ—দুই দিক থেকেই চাষিরা চরম বিপাকে পড়েছেন।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কারেন্ট পোকার আক্রমণ ঠেকাতে কৃষকদের দ্রুত পরামর্শ দেওয়া হচ্ছে এবং মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। আক্রান্ত জমিতে অনুমোদিত কীটনাশক ব্যবহারের পাশাপাশি আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
চাষিদের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এ বছর আমন ধানের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা জেলার খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩