বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কামল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এক প্রতিবন্ধী শিশুর ওপর ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজ মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (বুধবার) ভরদুপুরে শিশুটিকে কৌশলে নিজের রান্না ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত আজিজ মিয়া। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে জানায়। এ ঘটনায় অভিযুক্ত আজিজ মিয়া পলাতক রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কামল্লা ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, “ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক ও মানবতাবিরোধী। প্রশাসনের কাছে আমরা দ্রুত বিচার দাবি করছি।”
এ ঘটনায় মুরাদনগর থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩