বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উন্মুক্ত কুরআন বিতরণ

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচি” পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ‘কবি নজরুল ভাস্কর্য’-এর সামনে মুসলিমদের এই ধর্মগ্রন্থটি বিতরণ করে তারা।

আয়োজকরা জানান, ১ ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ৭০০-এর অধিক কুরআন শরিফ বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় মানুষ ও স্কুল শিক্ষার্থীদেরও কুরআন নিতে দেখা যায়।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী ফাইজা আক্তার বলেন, ছাত্রশিবির ইসলামী চেতনা ও জ্ঞানের আলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও সময়োপযোগী। আমি এখন নিয়মিত কুরআন তিলাওয়াত করতে পারব। এই উপহার আমাকে দুনিয়া ও আখিরাত দুই দিকেই সফলতার পথে অনুপ্রাণিত করছে।

পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী ফুয়াদ হাসান বলেন, “প্রতিটি মুসলমানের উচিত কুরআন অধ্যয়ন করা। এই কুরআন শরিফে বাংলা অনুবাদসহ রয়েছে, যা আরবি না বোঝা ব্যক্তিদের জন্য অত্যন্ত সহায়ক হবে। ছাত্রশিবিরের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতেও তারা এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করবে।”

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আরেক শিক্ষার্থী আল আমিন হোসেন বলেন, “আমি মনে করি এটি অনেক ভালো উদ্যোগ ছিল, যার মাধ্যমে আমরা আমাদেরকে ধর্মের দিকে আরও অগ্রসর করতে পারি। এই উপহারটি আমি আমার জীবনের অন্যতম একটি উপহার হিসেবে গ্রহণ করেছি। একইভাবে প্রতিটি সংগঠন যদি এরকম ভিন্ন ভিন্ন কিছু আয়োজন করে, তাহলে এর থেকে আমরা ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারব।”

কর্মসূচির বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির বলেন, “এটি মূলত আমাদের নিয়মিত কর্মসূচি। পাশাপাশি নোয়াখালীতে আমাদের একটি কর্মসূচিতে ছাত্রদল, যুবদল এবং তাদের সন্ত্রাসী বাহিনী হামলার প্রতিবাদে এ কার্যক্রম হাতে নিয়েছি। ফ্যাসিস্ট আমলে যেভাবে কুরআনভিত্তিক কর্মসূচিতে বাধা দেওয়া হতো, ছাত্রদলও ঠিক সেই স্টাইলে কুরআনের কর্মসূচিতে বাধা দিয়েছে। আমরা তার প্রতিবাদ স্বরূপ পবিত্র কুরআন বিতরণ করছি।”

তিনি আরও জানান, “আমরা আজ সাত শতাধিক কুরআন বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। আমরা চাই—এই কুরআন ও ইসলামী মূলবোধের মাধ্যমে তরুণ সমাজ আলোর দিশা খুঁজে পাক।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩