সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ৪র্থ তলায় ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করে কমিটি হস্তান্তর করা হয়।
নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে আইন ও বিচার বিভাগের হাসিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ফোকলোর বিভাগের আতিকুর রহমান সেতু দায়িত্ব পেয়েছেন। দুজনই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এছাড়াও যুগ্ম সম্পাদক আবদুল্লাহ ইসরাক লাবিব, দপ্তর সম্পাদক হরি প্রিয়া সেন, প্রচার সম্পাদক ঐশী করিম, বিতর্ক আয়োজন সম্পাদক মো. আল শাহরিয়ার রিদন ও ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট সেক্রেটারি আফরাজুর রহমান রাহাত দায়িত্ব পেয়েছেন।
দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি (ভিপি) হাসিবুর রহমান বলেন, “সত্যি বলতে, এই দায়িত্বটা আমার জন্য শুধুমাত্র একটা পজিশন না, এটা একটা কমিটমেন্ট।
যে মানুষগুলো আমাকে এখানে যোগ্য বলে মনে করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং দায়িত্ববোধ থেকে বলছি, আমি চেষ্টা করবো যেন ডিবেটিং সোসাইটির ভবিষ্যৎ প্রত্যেকটি পদক্ষেপে সর্বোচ্চ কার্যকরী সিদ্ধান্ত নিয়ে সেটা সফলভাবে বাস্তবায়ন পর্যন্ত যেতে পারি।”
নব্য সাধারণ সম্পাদক আতিকুর রহমান সেতু বলেন, ”পুরোনো সফলতা ধরে রেখে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে, নতুন যাত্রায় বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির লক্ষ্য পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যারা আমাকে এই পথে দীর্ঘ সময় ধরে সাহায্য করেছেন, সেই সহপাঠী, অগ্রজ ও অনুজদের ধন্যবাদ।”
সদ্য সাবেক সহ-সভাপতি তানজিম হাসানের সভাপতিত্বে কার্যনির্বাহী নির্বাচন পরিষদের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডিবেটিং সোসাইটির সাবেক ভিপি শফিক বাপ্পী। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাবেক জিএস রুমন হাসান ও সাবেক বিদ্রোহী হল সেক্রেটারি নিজাম উদ্দিন।
উল্লেখ্য যে, ৩৫ টি পদের জন্যে নির্বাচন হয়েছে ১২টি পদে। বাকি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে প্রার্থীগণ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩