শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
মো:সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে ৯ বছর পর আড়াই শতক জমির দখল ফিরে পেলেন প্রকৃত মালিক আইয়ুব আলী।
আদালতের নির্দেশে আজ শনিবার দুপুরে ঢোল পিটিয়ে ও লাল নিশানা টাঙিয়ে জমিটি তার কাছে হস্তান্তর করা হয়।
২০১৭ সালে জমি দখল নিয়ে আইয়ুব আলী মামলা করেন প্রতিবেশী বাবুল হোসেনের বিরুদ্ধে। দীর্ঘ তদন্ত ও শুনানির পর আদালত তার পক্ষে রায় দেন।
আদালতের রায় বাস্তবায়নে উপস্থিত ছিলেন নাজির, পুলিশের একটি দল ও স্থানীয় প্রশাসন।
আইয়ুব আলী জমি ফিরে পেয়ে আদালত ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩