মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধিঃ
একমাত্র নামাজেই পারে শিশু-কিশোরদের সকল মন্দ কাজ থেকে বিরত রাখতে, সমাজকে পরিবর্তন করতে হলে কোমলমতি শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে নামাজের কোন বিকল্প নেই -কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারি শিশু-কিশোরদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে এ সব কথা বলেন বক্তারা।
শুক্রবার (৩ অক্টোবর) কুলাসার মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা কাজী মহিউদ্দিনের সভাপতিত্বে আলা উদ্দিন নিশাদ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়ো ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার লকিয়ত উল্লাহ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ একরামুল হক হারুন, ,ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. গোলাম কিবরিয়া টিপু সহ আরো অনেকে।
আয়োজক সূত্রে জানা গেছে, এলাকার ৮টি মসজিদে ৬ থেকে ১৮ বছর বয়সী মোট ২০০ শিশু-কিশোর টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ৮ জন শিশু-কিশোর পুরো ২০০ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করতে সক্ষম হয়। তাদেরকে ৮টি নতুন বাইসাইকেল উপহার দেওয়া হয়। এছাড়া যারা এক-দুই ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারেনি, এমন ১৪০ জন শিশু-কিশোরকে শিক্ষা উপকরণ (ব্যাগ ও খাতা-কলম) পুরস্কার হিসেবে দেওয়া হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩