মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ
শঙ্খ ও উলুধ্বনির রবে, ঢাকঢোলের তালে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শরতের শুভ্রতা আর কাশফুলের দোলায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হলো পাঁচ দিনব্যাপী এ মহোৎসব। মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর আচার-অনুষ্ঠান শেষে আগামী ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।
রংপুর জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ৮ উপজেলা ও মহানগর মিলিয়ে এবারে মোট ৯১২টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে মহানগরীর ৩৩টি ওয়ার্ডে রয়েছে ১৫৪টি পূজামণ্ডপ। উপজেলাগুলোর মধ্যে কোতোয়ালি থানায় ৯১টি, গঙ্গাচড়ায় ৯৬টি, তারাগঞ্জে ৬১টি, বদরগঞ্জে ১০৬টি, মিঠাপুকুরে ১৩৯টি, পীরগঞ্জে ৮৯টি, পীরগাছায় ৮৭টি এবং কাউনিয়ায় ৭২টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া বদরগঞ্জ পৌরসভায় ১০টি এবং পীরগঞ্জ পৌরসভায় ৭টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও মণ্ডপ কমিটি। ঝুঁকিপূর্ণ মন্দির ও মণ্ডপগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মোবাইল টিমের টহল এবং মনিটরিং সেল চালু রাখা হয়েছে।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, রযাব ও গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।”
রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু সাইম জানান, পূজা শুরুর আগ থেকেই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে স্থানীয় পুলিশ সদস্য ছাড়াও রযাব, গোয়েন্দা সংস্থা, নারী পুলিশ এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে।
এসপি আবু সাইম আরও বলেন, “মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করে নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। আশা করছি, ধর্মীয় সম্প্রীতির আবহে উৎসবমুখর পরিবেশেই এবারের দুর্গোৎসব উদযাপিত হবে।”
রংপুরে প্রতি বছরের মতো এবারও দুর্গোৎসব ঘিরে হিন্দু-মুসলিমসহ সব ধর্মাবলম্বীর মধ্যে তৈরি হয়েছে সম্প্রীতির আবহ। উৎসব ঘিরে মণ্ডপগুলোতে জমেছে আলোকসজ্জা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব রংপুরকে রঙিন করে তুলেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩