মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আজ (২৮শে সেপ্টেম্বর) কুয়াকাটার আপন ভূবন ট্রেনিং সেন্টারে শুরু হয়েছে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
YouthNet Global এবং Friedrich-Ebert-Stiftung, Bangladesh এর যৌথ উদ্যোগে Y-Just: Building Sustainable & Equitable Futures in Bangladesh প্রকল্পের অংশ হিসেবে এই কর্মশালাটি আয়োজিত হয়েছে।
প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো, জলবায়ু সুবিচার এবং ন্যায্য রূপান্তর সম্পর্কে অংশগ্রহণকারীদের মধ্যে গভীর ধারণা তৈরি করা। কর্মশালায় তুলে ধরা হয়েছে যে, কীভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমাজের দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই অন্যায্যতার বিরুদ্ধে কেন একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
কর্মশালার প্রথম অধিবেশনে বক্তারা বলেন, “জলবায়ু সুবিচার কেবল একটি পরিবেশগত বিষয় নয়, এটি একটি মানবাধিকার ইস্যু।” তারা আরও বলেন, যেসব দেশ এবং শিল্প প্রতিষ্ঠান জলবায়ু সংকটের জন্য সবচেয়ে বেশি দায়ী, তাদেরকেই এর সমাধান ও ক্ষতিপূরণের দায়িত্ব নিতে হবে।
ন্যায্য রূপান্তরের গুরুত্ব
প্রশিক্ষণে ন্যায্য রূপান্তর (Just Transition) ধারণার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনায় উঠে আসে, জীবাশ্ম জ্বালানি-নির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য শক্তি-নির্ভর অর্থনীতিতে উত্তরণের সময় যেন কোনো শ্রমিক, পেশা বা সম্প্রদায় ক্ষতিগ্রস্ত না হয়।
কর্মশালার আলোচকরা বলেন, এই রূপান্তর প্রক্রিয়াটি এমনভাবে পরিচালিত হওয়া উচিত, যাতে সবার জন্য নতুন কর্মসংস্থান এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়।
কর্মশালার অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা ও কর্মশালার মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ের সমস্যা ও সমাধান নিয়ে কাজ করেন। প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে জলবায়ু সুবিচার প্রতিষ্ঠায় তাদের ভূমিকা রাখার জন্য উৎসাহিত করা হয়।
এই ধরনের প্রশিক্ষণ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত জরুরি, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলের মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কর্মশালা যুবসমাজকে জলবায়ু সংকট মোকাবিলায় সচেতন করতে এবং কার্যকর পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩