মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
নিহতরা মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের পাইককান্দি গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন—মোতালেব পাইক (৭০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫) এবং মেয়ে রুমা বেগম (৩৫)।
শুক্রবার দুপুরে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় (২৬ সেপ্টেম্বর) সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা প্রাইভেটকারে করে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাসের সাথে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার জানিয়েছে, একসাথে তিনজনকে হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩