মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদেক, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানীকান্ত সিকদার সহ সকল শিক্ষক বৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীরা।
পরিদর্শনকালে বিদ্যালয়ের সভাপতি প্রতিষ্ঠানটির ক্লাসরুম সংকট, বিজ্ঞান ভবনের বেহাল দশা, কম্পিউটার ল্যাবসহ নানা সমস্যা তুলে ধরেন। পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, বিদ্যালয়ের সমস্যাগুলো দ্রুত তদন্ত করে দেখা হবে। পাশাপাশি ক্লাসরুম সংকট ও ল্যাব সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩