বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আটিপাড়া গ্রামের নাঈম মল্লিকের বড় ছেলে হাফিজুল মল্লিক (৮) এবং ছোট ছেলে হামজা মল্লিক (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলার সময় দুই শিশু অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন। তবে ততক্ষণে তারা নিস্তেজ হয়ে পড়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ দুই সন্তানের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মা-বাবা ও স্বজনরা। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয়রা জানান, শিশুদের মৃত্যুতে পুরো গ্রামে শোকের আবহ বিরাজ করছে। পরিবারটিকে সান্ত্বনা দিতে গ্রামবাসী তাদের পাশে দাঁড়িয়েছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩