শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদর উপজেলা হলোখানা ইউনিয়নের বাংটুর ঘাট এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন, ওরাকল পাঠাগার, আরাজীপলাশবাড়ী, হলোখানা, কুড়িগ্রাম এর বাস্তবায়নে এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসমাঈল হোসেন।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, হলোখানা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজ এর প্রভাষক শাহনাজ বেগম, কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, সমাজ সেবক মোঃ মোজাম্মেল হক, দেশ টিভি এর জেলা প্রতিনিধি মোঃ জুয়েল রানা, সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরুন্নাহার আক্তার নুরী, সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মালেক সরকার সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ কর্মসূচিতে বাংটুর ঘাট এলাকায় বনজ, ফলজ ও ওষুধি বৃক্ষ সহ ভূমিক্ষয় রোধকারী শতাধিক বৃক্ষের চারা রোপন করা হয়।
উল্লেখ্য, বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন কুড়িগ্রাম জেলার বিভিন্ন বাঁধ, রাস্তা-ঘাট, বিভিন্ন প্রতিষ্ঠান সহ কুড়িগ্রাম পৌর শহরে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার চারা গাছ রোপন করেছেন। যার সুফল ভোগ করছেন স্থানীয় মানুষজন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩