শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক চালককে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফিন।
অভিযানে আটক হওয়া ব্যক্তি হলেন এম ভি বার্জ রেসার-২ এর চালক মো. মোতাহার। ভ্রাম্যমাণ আদালতে তিনি নগদ তিন লাখ টাকা জরিমানা পরিশোধ করেন।
অভিযান চলাকালে কালকিনি থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন। নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন জানান, নদের তীর কেটে মাটি উত্তোলনের ফলে ভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩