বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ কুড়িগ্রামে বেলগাছা যুব সংগঠনের আয়োজনে কিশোর কিশোরী সুরক্ষা মেলা-২০২৫ অনুষ্ঠিত স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু গ্রেপ্তার আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : সিইসি নেপালে অন্তর্বর্তীকালীন নেতা হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি কার্কি বেশি রাত জাগলে কী হয়, স্বাস্থ্যঝুঁকিতে বাড়ছে বাঙালির উদ্বেগ সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে নারীদের রাজনীতিতে আসতে হবে মুরাদনগরে ইভটিজিংয়ের অভিযোগে স্কুলে হামলা, ২ শিক্ষক সহ ১৫ জন আহত মাদারীপুরে শতবর্ষী বটগাছ কেটে ফেলার স্থানে সহস্রাধিক বৃক্ষরোপণ মাদারীপুরে পিকআপ চুরি: র‍‍্যাবের অভিযানে এক যুবক আটক জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা এ যেন মহাসড়ক নয়, খানাখন্দে ভরা এক খাল ববির অন্তবর্তিকালীন ভিসি থেকে পূর্নাঙ্গ ভিসি রাবি অধ্যাপক ড. তৌফিক আলম সুশাসন ও কার্যকর নীতি সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ড. দেবপ্রিয় ভট্টাচার্য বাগেরহাট জেলায় ৪টি আসন বহালের দাবিতে চলছে ৪৮ ঘন্টার হরতাল বিগত ১৭ বছর শিক্ষার মানোন্নয়নে কোনো অগ্রগতি হয়নি: ডা. রফিকুল ইসলাম ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার মাদারীপুরে শ্রাবন্তী আক্তার সংবাদ সম্মেলনে নির্দোষ দাবি ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণে বিক্ষোভ, মহাসড়কে সড়ক অবরোধ

এ যেন মহাসড়ক নয়, খানাখন্দে ভরা এক খাল

মোঃ ফাহাদ হাসান, কোম্পানিগঞ্জ (মুরাদনগর) প্রতিনিধিঃ

কুমিল্লা-সিলেট মহাসড়কের বর্তমান চিত্র যেন কোনো সড়ক নয়, বরং খানাখন্দে ভরা এক খাল। বিশেষ করে মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার মধ্য দিয়ে যাওয়া এ মহাসড়ক প্রতিদিন হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা হলেও এর বেহাল অবস্থা যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে ফেলছে।

মুরাদনগরের কোম্পানিগঞ্জ বাজার এলাকায় সড়কটি এখন প্রায় অচলপ্রায়। বিশাল গর্ত আর উঁচু নিচু অংশের কারণে ছোট থেকে বড় সব ধরনের যানবাহন চলছে মারাত্মক ঝুঁকি নিয়ে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে তলিয়ে যায়। তখন গর্তের গভীরতা বোঝা যায় না, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন চালক ও যাত্রীরা।

গত ২৭ আগস্ট কুমিল্লার ময়নামতি থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তার বেহাল অবস্থা ঘিরে স্থানীয়রা বিক্ষোভও করেছে। তাদের একটাই দাবি জনগণের ভোগান্তি কমাতে দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করা হোক।

রাস্তার কোথাও কয়েক ফুট লম্বা গর্ত, আবার কোথাও হঠাৎ বসে গেছে অংশবিশেষ। এসব গর্তে গাড়ি পড়লেই উল্টে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। যাত্রীদের জন্য এ যাত্রা পরিণত হয়েছে আতঙ্কে, আর চালকদের জন্য যেন জীবন বাজি রাখা এক যুদ্ধ।

স্থানীয়রা অভিযোগ করেছেন, অস্থায়ীভাবে সংস্কার করা হলেও কয়েক দিনের মধ্যেই সড়ক আবার আগের অবস্থায় ফিরে যায়। এতে দুর্ঘটনা বেড়ে চলেছে, আর ভোগান্তি পরিণত হয়েছে নিত্যদিনের সঙ্গী।

এদিকে কোম্পানিগঞ্জ বাজার এলাকায় যানজট পরিস্থিতি আরও ভয়াবহ করেছে। সড়কের মাঝখানে ডিভাইডার দেওয়া হলেও যানজট কমেনি। রাস্তা প্রশস্ত করা হলেও তা দখল করে রেখেছে সিএনজি, অটোরিকশা ও অন্যান্য যানবাহন। চালকদের দাবি, নির্দিষ্ট স্ট্যান্ড করে দেওয়া হলে যানজট অনেকটা কমে যাবে।

তাদের অভিযোগ, এখনকার মতো সড়কে গাড়ি চালানো মানেই মৃত্যুর ঝুঁকি মাথায় নেওয়া। তাই দ্রুত ও কার্যকর সংস্কারকাজ শুরু করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩