বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের মেয়ে শ্রাবন্তী আক্তার (টুনটুনি আদ্রিতা) সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনায় আসেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে তিনি সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে শ্রাবন্তী আক্তার স্পষ্টভাবে অভিযোগগুলো অস্বীকার করে বলেন, তিনি নির্দোষ এবং তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ সময় গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে ন্যায়বিচার কামনা করেন।
এদিকে, স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন, আবার অনেকে টুনটুনি আদ্রিতার বক্তব্য শোনার পর বিষয়টি নতুন করে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
ঘটনাটিকে ঘিরে এলাকায় কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে। তবে শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্ত ও পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে বলে আশা করছে সচেতন মহল।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩