বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শাওন বল, ফরিদপুর প্রতিনিধিঃ
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের অংশ হিসেবে ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের নয়টি গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, হঠাৎ করে দুটি ইউনিয়নকে আসনের বাইরে সরিয়ে নেওয়া হলে তাদের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে এবং এলাকার রাজনৈতিক ও সামাজিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান।
অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালায়।
স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি আদায় না হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে যাবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩