বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। হঠাৎ পানির প্রবল স্রোতে উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে সাজেক, মারিশ্যা, খেদারমারা, বঙ্গলতলী ও আমতলী ইউনিয়নের অধিকাংশ নিম্নাঞ্চল ডুবে গেছে। বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট পানির নিচে চলে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।
এদিকে পাহাড়ি ঢলের তোড়ে বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন স্থানে। সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যা দুর্গত এলাকায় ইতোমধ্যেই ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি পানিবন্দি মানুষদের খুঁজখবর রাখছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং কাপ্তাই হ্রদের পানি আরও বৃদ্ধি পায়, তবে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩