বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থার আয়োজনে “বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে করণীয়” শীর্ষক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার সিহালি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান। প্রগতি কল্যাণ সংস্থার সদস্য প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, পিরব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইনছান আলী, উথলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সিহালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ প্রগতি কল্যাণ সংস্থার সদস্য মোহাম্মদ আলী, রবিউল ইসলাম, মিজানুর রহমান এবং সাংবাদিক আব্দুর রহিম প্রমুখ।
প্রধান অতিথি জিয়াউর রহমান বলেন, “বাল্যবিবাহ, যৌন হয়রানি, আত্মহত্যা এবং নারী-শিশুর প্রতি সহিংসতা এখন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এসব প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের নৈতিক শিক্ষা দিতে হবে।”
প্রধান আলোচক শাহীনুজ্জামান বলেন, “অনেক শিক্ষার্থী হতাশা, মানসিক অস্থিরতা ও প্রযুক্তির অপব্যবহারে জড়িয়ে পড়ছে। প্রেমে ব্যর্থতা বা মানসিক চাপে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। তাই শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
অন্যান্য বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মানার আহ্বান জানান। তারা বলেন, “নিজেদের জীবন রক্ষায় শিক্ষার্থীদের অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। যত্রতত্র রাস্তা পার হওয়া যাবে না, জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে।”
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের দিয়ে বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩