রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক রুহিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে রোভার স্কাউটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নজরুল বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা মাদারীপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কৃষক দলের আলোচনা সভা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর কমিটি গঠন কুয়েটে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা, দায়িত্ব গ্রহণ করল ৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী কালকিনিতে জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়নের আশ্বাস দিলেন জাতীয় পার্টি ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কুবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আলোকিত সংগঠন সম্মাননা অনুষ্ঠিত সুন্দরবন থেকে বনদস্যু বাহিনীর ৪ সদস্য আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণ শ্রমিককে মারধর করে ছিনতাই মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে : প্রধান উপদেষ্টা রেঁনেসা কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা গাজার আরও জিম্মি মারা যেতে পারে: ট্রাম্প মুরাদনগরে চৌকিদারের জায়গা দখলের অভিযোগ উঠেছে দক্ষিণ জুরগাও হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন

রুহিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে রোভার স্কাউটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

রুহিয়া ডিগ্রি কলেজে আজ (৭ সেপ্টেম্বর) রবিবার দুপুরে এক আনন্দঘন পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কলেজের রোভার স্কাউট ইউনিট এর আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, রোভার স্কাউট সদস্য ও স্থানীয় পরিবেশকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান। ,

এই সময় তিনি বলেন, বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। বৃক্ষরোপণ শুধু পরিবেশকে রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে সহায়ক ভূমিকা রাখে।

কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসে ৪ টি গাছের চারা রোপণ করা হয়।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানিয়া সুলতানা এক আম গাছ রোপণ করে বলেন, “আমি আশা করি, এটি বড় হয়ে আমাদের ফল দেবে এবং পরিবেশকে সবুজ রাখবে।

রোভার স্কাউট সদস্য শাহাজাদ ইসলাম বলেন, আমি আজ একটি নিম গাছ রোপণ করেছি। এটি আমাদের বায়ু বিশুদ্ধ করবে এবং পরিবেশকে রক্ষা করবে।

শিক্ষক, অভিভাবক ও অন্যান্য কর্মীরাও এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কলেজের প্রভাষক আসাদ আলী বলেন, এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে এবং তাদেরকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তোলে।

বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার ও ব্যানার প্রদর্শন করেন। এতে লেখা ছিল “গাছ লাগান, প্রাণ বাঁচান”সবুজ পৃথিবী, সুস্থ জীবন”।

এই উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।

রোভার স্কাউট (ডিএসআরএম) শিক্ষক মোঃ রায়হান উদ্দিন ঘোষণা দেন যে, আগামী বছর আরও বড় পরিসরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে নিয়মিত কার্যক্রম হাতে নেওয়া হবে। আমাদের লক্ষ্য শুধু কলেজ প্রাঙ্গণ নয়, বরং পুরো এলাকাকে সবুজ করে তোলা।

সবমিলিয়ে রুহিয়া ডিগ্রি কলেজে এক আনন্দঘন পরিবেশে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উল্লেখিত যে এর আগে রুহিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে প্রায় ২০০টি গাছ রোপণ করেন, রোভার স্কাউট সদস্যরা।

কলেজ মাঠ প্রাঙ্গণে কড়ই, বকুল, জাম, আম, কাঠাল, কৃষ্ণচূড়া, নিম, চালতা, মেহগনি ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩