বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জেলা পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।
সভায় বক্তব্য দেন- কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এবি পার্টি কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন, জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন ফারুকী, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল আজিজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল, এনসিপির সমন্বয়ক মুকুল মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, আব্দুল আজিজ নাহিদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩