বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
শ্রী রামবাবু বর্মন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় ডায়াবেটিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কালাই ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের গোলাম মাওলা।
সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সদস্য অধ্যক্ষ শাহাজান আলী, প্রধান শিক্ষক রায়হান উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল মতিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, সাবেক প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, আলহাজ্ব আব্দুল মান্নান, আব্দুল হাকিম মাস্টার ও তফিকুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম টুকু চৌধুরী, আনিসুর রহমান তালুকদার, সাজাদুর রহমান তালুকদার সোহেল, ব্যবসায়ী এরশাদুল বারী তপন এবং কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান।
মতবিনিময় সভায় সমিতির জন্য স্থায়ী জায়গায় ভবন নির্মাণ, নতুন সদস্য ভর্তি এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় কালাই ডায়াবেটিক সমিতির সদস্যরা সকলে উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩