রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্তির দাবি শাবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু খুবিতে “ইগনাইট ২০২৫: ব্যাটল অব ওয়ার্ডস এন্ড উইজডম’ এর ফাইনাল রাউন্ড সম্পন্ন শরীয়তপুরে জেডএইসসিবিপ্রবিতে ছাত্রদলের কমিটি নিয়ে সমালোচনার ঝড়, শিক্ষার্থীদের ৩ দফা দাবি ঘোষণা জাবির রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষনা, সভাপতি রোম্মান, সম্পাদক রায়হান জাবিতে “তারুণ্যের ভাবনা তারুণ্যের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন কুলিয়ারচরে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছ রাতারাতি ৪০ ফিট দূরে পুকুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী পালিত কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন কুবিতে মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই ববিতে, প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম জাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের হল থেকে নামাতে অভিযানে বাঁধার মুখে প্রশাসন কুড়িগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ‎ ‎মাভাবিপ্রবিতে পাঁচ শিক্ষার্থীর উদ্যোগে বাঁচল ৮ নবীনের স্বপ্ন দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন ভোলাগঞ্জে সাদাপাথর লুটের মামলায় ৫ জন আটক নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতি আইবিডব্লিউএফ জয়পুরহাটে নতুন সদস্যদের নিয়ে সফল সমাবেশ অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

‎ ‎মাভাবিপ্রবিতে পাঁচ শিক্ষার্থীর উদ্যোগে বাঁচল ৮ নবীনের স্বপ্ন

মো: জিসান রহমান,‎মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগে ভর্তির সুযোগ পান এক মেধাবী ছাত্রী। কিন্তু আর্থিক অনটনের কারণে তাকে মায়ের কানের দুল বিক্রি করে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হয়। চূড়ান্ত ভর্তি ফি জোগাড় করতে না পেরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের ‘MBSTU Insiders’ গ্রুপে সহায়তার জন্য আবেদন জানান।

‎এই আবেদন দেখে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী—মেহেদী হাসান রাকিব, সাকিব আল হাসান রাব্বি, তানবীর ইসলাম তামিম, তুষার আহমেদ এবং মো. হৃদয় হোসাইন—তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাদের মনে হয়, হয়তো আরও অনেক শিক্ষার্থী একই সমস্যায় ভুগছেন। তাই ২৬ জুন তারা ‘MBSTU Admission Helpline’ নামে একটি পোস্ট দিয়ে আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান। এরপর সাহায্যপ্রার্থী সব নবীন শিক্ষার্থীর তথ্য মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির মাধ্যমেও জানানো হয় সবাই কে এবং ক্যাম্পাসের ৫ জন শিক্ষার্থী তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে।

‎অনেক শিক্ষার্থী আর্থিক সাহায্য চেয়েছিলেন। পরে পরিবারের সঙ্গে কথা বলে তথ্য যাচাই-বাছাই শেষে ইএসআরএম, বিএমবি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এফটিএনএস, ব্যবস্থাপনা, রসায়ন—এই ৬ বিভাগে ৬ জন এবং হিসাববিজ্ঞান বিভাগে ২ জনসহ মোট ৮ জন নবীন শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই মহৎ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষী অর্থ ও পরামর্শ দিয়ে সহায়তা করেন।

‎টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিব বলেন, “আমি যখন শুনতে পেলাম যে টাকার অভাবে কিছু মানুষের জীবনে শিক্ষার আলো নিভে যাচ্ছে, তখন মনটা গভীরভাবে নাড়া খেয়েছিল। সেই মুহূর্তে আমরা কয়েকজন মিলে দৃঢ় সিদ্ধান্ত নেই—যেভাবেই হোক, যত পরিশ্রমই হোক না কেন, আমরা এই শিক্ষার্থীদের ভর্তির দায়িত্ব নেব এবং তাদের জন্য প্রয়োজনীয় টাকা ম্যানেজ করব। আজ আলহামদুলিল্লাহ, আমরা সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছি। এটি কেবল আর্থিক সহায়তা নয়, এটি মানবতার জয়, একতার প্রতীক এবং ভবিষ্যতের স্বপ্নকে বাঁচিয়ে রাখার প্রয়াস।”

‎পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি বলেন, “ইচ্ছাশক্তি মানুষকে অনেক দূর এগিয়ে নিতে পারে। তাদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পারার অনুভূতি শব্দে প্রকাশ করা সম্ভব নয়। চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে। আল্লাহ সহায় হয়েছেন। ইনশাআল্লাহ ভালো কাজের সাথে সবসময় থাকব।”

‎পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তুষার আহমেদ বলেন, “আমরা চেষ্টা করেছি অর্থের অভাবে যেন কোনো মেধা ঝরে না পড়ে। যারা ভর্তি হয়েছে, সবাই আমাদের ছোট ভাইবোন। যে কোনো সমস্যায় আমরা সর্বদা তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।”

‎আইসিটি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তানবীর ইসলাম তামিম বলেন, “২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ৮ জন নবীন শিক্ষার্থীকে ভর্তি প্রক্রিয়ায় সহায়তা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি যেন কোনো শিক্ষার্থী আর্থিক, সামাজিক বা প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার না হয়। শিক্ষা সবার অধিকার, আর উচ্চশিক্ষার পথে কোনো প্রকার বৈষম্য বা হয়রানি বরদাশত করা হবে না।”

‎টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হৃদয় হোসাইন বলেন, “মানুষ মানুষের জন্য—এই কথাটিই আমরা কাজে প্রমাণ করেছি। ভবিষ্যতেও যেন কোনো শিক্ষার্থী অর্থের অভাবে স্বপ্ন হারাতে না হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব।”

‎শিক্ষার্থীদের মতে, এই সহায়তা কেবল অর্থ প্রদানের বিষয় নয়—এটি মানবতার জয়, একতার প্রতীক এবং ভবিষ্যতের স্বপ্নকে বাঁচিয়ে রাখার এক মহৎ প্রয়াস।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩