শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শ্রীবরদীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎কুবি ভর্তি পরীক্ষায় ২০০ গজে ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ মিছিল-সমাবেশ লালমনিরহাটের মোঘলহাট সিমান্ত থেকে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি জাজিরার সেনেরচরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক : নতুন অধ্যাদেশ জারি মান্দায় আগামী সংসদ নির্বাচনে জামায়তের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ : খ.ম আব্দুর রাকিব শেরপুরে সহিংসতার ঘটনায় সরকারের নিন্দা: জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল সন্তানদের জন্য নিরাপদ কালিয়া গড়তে চাই : ওবায়দুল্লাহ কায়সার জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াত নেতা নিহত দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ হরিণাকুন্ডুতে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারী আটক বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাউফল ২ টি দোকান আগুনে পুড়ে ছাই চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিডিং রুম উদ্বোধন

সুবংকর রায়, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পাঠচর্চা ও একাডেমিক মনোনিবেশ বৃদ্ধির লক্ষ্যে লালন শাহ হলের গণরুম রিডিং রুমে পরিণত করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে আট টায় হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ফিতা কেটে এ রিডিং রুমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আকতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এস এম সুইট, জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়কসাহেদ আহম্মেদ, ইসলামী ছাত্রশিবির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতি ইসমাইল হোসেন রাহাত এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাসহ আবাসিক শিক্ষার্থীরা।
রিডিং রুম পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলেই এধরণের উদ্যোগ নেওয়া উচিত৷ ছাত্রদের পড়াশোনার জন্য পাঠাগার প্রতিটি হলের অংশ হওয়া উচিত। ছোট আকারের এধরণের পাঠাগার দেখলেই মন ভরে যা। ব্যক্তিগত দান এবং প্রশাসনিক সহযোগীতার মাধ্যমে এই পাঠাগার আরো সমৃদ্ধ হবে৷ আমাদের দেশ সহ কম উন্নত দেশে হল গড়ে উঠেছে ক্যামব্রিজ মডেলে। ওই হলের ছাত্ররা পড়াশোনা করে কিনা তা হাউজ টিউটররা দেখাশোনা করে। আমরা আগামীতে চেষ্টা করবো যেন হলের সাথেই হাউজ টিউটররা থাকেন।”
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আকতার হোসেন বলেন, “রিডিং রুমটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত। এখানে পর্যাপ্ত আলো-বাতাস, ফ্যান, বৈদ্যুতিক সংযোগ ও আরামদায়ক আসন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে পড়াশোনায় মনোযোগ দিতে পারেন। তিনি আরও বলেন, “এই রিডিং রুম শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁরা যেন পড়াশোনার পাশাপাশি মানসিকভাবে উৎকর্ষ সাধন করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”
উদ্বোধনের পর উপাচার্য রিডিং রুম ও হলের ডাইনিং ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা জানান, হলজীবনে একটি মানসম্পন্ন রিডিং রুম দীর্ঘদিনের চাওয়া ছিল। এটি চালু হওয়ায় তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩