রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ত্রিশাল প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ, বদলে গেল চেহারা বাউফলে পুকুরে ডুবে দুই সন্তানের জননীর মৃত্যু ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে জরিমানা ও কড়া হুঁশিয়ারি ঈদগাঁওতে বিশেষ অভিযানে চুরি হওয়া গাভী উদ্ধার, একজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত উত্তরা ট্রেজেডি মাঝখানে স্ত্রী, দুই পাশে স্বামী ও সন্তানকে নিয়ে চির নিদ্রায় শায়িত এক পরিবারের ৩ জন জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার লক্ষ্মীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রতি সচেতনতার আহ্বান আশরাফ উদ্দিনের লালমনিরহাটে ৫৪২ বোতল ফেনসিডিলসহ ১ নারী মাদককারবারি আটক শ্রীপুরে কলেজের পাশে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার নওগাঁ জেলা কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদত্যাগ নওগাঁয় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাউফল নার্সিং ইনস্টিটিউট এর প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জয়মনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলিয়াস স্টোর ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অকাল মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিডিং রুম উদ্বোধন

সুবংকর রায়, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পাঠচর্চা ও একাডেমিক মনোনিবেশ বৃদ্ধির লক্ষ্যে লালন শাহ হলের গণরুম রিডিং রুমে পরিণত করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে আট টায় হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ফিতা কেটে এ রিডিং রুমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আকতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এস এম সুইট, জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়কসাহেদ আহম্মেদ, ইসলামী ছাত্রশিবির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতি ইসমাইল হোসেন রাহাত এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাসহ আবাসিক শিক্ষার্থীরা।
রিডিং রুম পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলেই এধরণের উদ্যোগ নেওয়া উচিত৷ ছাত্রদের পড়াশোনার জন্য পাঠাগার প্রতিটি হলের অংশ হওয়া উচিত। ছোট আকারের এধরণের পাঠাগার দেখলেই মন ভরে যা। ব্যক্তিগত দান এবং প্রশাসনিক সহযোগীতার মাধ্যমে এই পাঠাগার আরো সমৃদ্ধ হবে৷ আমাদের দেশ সহ কম উন্নত দেশে হল গড়ে উঠেছে ক্যামব্রিজ মডেলে। ওই হলের ছাত্ররা পড়াশোনা করে কিনা তা হাউজ টিউটররা দেখাশোনা করে। আমরা আগামীতে চেষ্টা করবো যেন হলের সাথেই হাউজ টিউটররা থাকেন।”
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আকতার হোসেন বলেন, “রিডিং রুমটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত। এখানে পর্যাপ্ত আলো-বাতাস, ফ্যান, বৈদ্যুতিক সংযোগ ও আরামদায়ক আসন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে পড়াশোনায় মনোযোগ দিতে পারেন। তিনি আরও বলেন, “এই রিডিং রুম শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁরা যেন পড়াশোনার পাশাপাশি মানসিকভাবে উৎকর্ষ সাধন করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”
উদ্বোধনের পর উপাচার্য রিডিং রুম ও হলের ডাইনিং ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা জানান, হলজীবনে একটি মানসম্পন্ন রিডিং রুম দীর্ঘদিনের চাওয়া ছিল। এটি চালু হওয়ায় তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩