সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া বিএনপির ২ নেতাকে বহিষ্কার

জামালপুরে সদর উপজেলার হাজিপুরে ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার বিএনপির ২ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে ।

শনিবার (৮ মার্চ) সন্ধায় জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত দুই নেতা হলেন, সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরমান আলী এবং সহ- সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর পলাশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্ত্তি নষ্ট করার অভিযোগে জামালপুর সদর উপজেলাধীন মেষ্টা ইউনিয়ন  বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ফরমান আলী ও ইউনিয়ন বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর পলাশ এর দলীয় সকল পর্যায়ের পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এছাড়া চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সিরাজুল হক মেষ্টা ইউনিয়ন বিএনপি বা কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলেও জানানো হয়।

প্রসঙ্গত সদর উপজেলার হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল বহিষ্কার হওয়া দুই নেতাসহ তিন জন। বিষয়টি লিখিত ভাবে যৌথ বাহিনীর ক্যাম্পে অভিযোগ করলে যৌথবাহিনী গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করে ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হয়েছিল। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩