বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
রাজাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইগাতী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ জামায়াতের চূড়ান্ত মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক কুড়িগ্রামে আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের অভিযান ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন মোংলায় ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার শিবচরে গরু ব্যবসায়ীদের ওপর হামলা: তিন সদস্যের ডাকাতচক্র গ্রেফতার গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত মধ্যনগরে দেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ মাদারীপুরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন এহতেশামুল হক রাজাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও প্রদর্শনী গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত লালমনিরহাটে দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে সিপিবির বিক্ষোভ সমাবেশ ত্রিশালে সড়ক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঈদগাঁওয়ে পানিতে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কোম্পানীগঞ্জে এড. আব্দুল্লাহ আল হেলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসির নগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

শাহজাহান খান ও স্ত্রী-সন্তানের নামে তিন মামলার সিদ্ধান্ত

সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাহজাহান খান ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদক তিনটি মামলার অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিপুল পরিমাণ অর্থ মানিলন্ডারিং করার অভিযোগ রয়েছে।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক নৌপরিবহণমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খান ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকার সম্পদ ভোগদখলে রেখেছেন। এছাড়াও তার নিজের নামে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭৬৯ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকয়া বেগম স্বামীর ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৮৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন, দন্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও শাহজাহান খানের ছেলে মো. আসিবুর রহমানের নামে ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়ে ঐশি খান ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়ায় তার সম্পদ বিবরণী চাওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩