বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
পুলিশ পরিদর্শকদ্বয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবীনগরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন মৌখিক তালাকের পর প্রেমিককে স্বামী দাবি করে অনশন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই আনসার ক্যাম্পে হামলা ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে খেলাফত মজলিসের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় চবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধর্মপাশায় ঘন কুয়াশার হাড় কাঁপানো শীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনে কুবি ছায়া জাতিসংঘ সংসদের গৌরবময় সাফল্য কুবির পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে সজীব-আপন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত থার্টি ফার্স্টে কক্সবাজারে নিষেধাজ্ঞা, বন্ধ সব উন্মুক্ত আয়োজন লক্ষ্মীপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল ত্রিশালে এমপি হতে ভিক্ষুক মুনসুরের মনোনয়ন দাখিল রুমিন ফারহানা সহ বিএনপির ৯ নেতা বহিষ্কার খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবস্থা খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

কাজী জাফর কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা চিন্তা করতেন – কাজী নাহিদ

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ বলেন – ইসলাম শান্তির ধর্ম, সেই থেকে আমরা অনেক সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীতে অনেক রহমতের ভান্ডার রেখেছেন। মানুষের সুখে দুখে বিপদে আপদে পাশে গিয়ে সহযোগিতা বা সান্তনা দিতে পারেন সেই কাজে আল্লাহ তায়ালা অনেক বেশি খুশি হন।

তিনি আরো বলেন, আমাদের পরিবারের থেকে স্বাধীনতার আগে পরে ছয়বার এমপি নির্বাচিত হয়েছিলেন কাজী জহিরুল কাইয়ুম ও কাজী জাফর আহমেদ। আমাদের পরিবার আদি পুরুষ ব্রিটিশ ভারতের শিক্ষা ও আইনমন্ত্রী নবাব মোশারফ হোসেন খান। চিওড়াতে কোন গাড়ি বিদ্যুৎ রিক্সা ছিল না। তুমি জলপাইগুড়ি থেকে ট্রেনে করে গুণবতী হয়ে চিওড়া আসলেন। চিওড়া মানুষের দুরবস্থা দেখে তিনি সিদ্ধান্ত নিলেন এই অঞ্চলের মানুষকে শিক্ষিত করতে হবে। ১৯১২ সালে তখনকার সময় মাটি খুঁড়ে ইট তৈরি করে স্কুল মসজিদ নির্মাণ করেছিলেন। কাজী জাফর আহমেদ ৪০ বছর আগে তখনকার সময় যে উন্নয়ন করে গিয়েছিলেন সেটি এখন সংস্কার করে উন্নয়ন করা হচ্ছে। কাজী জাফর আহমেদ মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে রাজনীতিতে এসেছিলেন।

তিনি সবসময় কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা চিন্তা করতেন। একটি সিদ্ধান্তের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার একটি হলো সারা বাংলাদেশের ঘুমন্ত গ্রামগুলোকে সজাগ করে দেশের সকল থানাগুলোকে এক করে উপজেলা পদ্ধতি তৈরি করা। স্বপ্নদ্রষ্টা হিসেবে কাজ শুরু করেন জাফর আহমেদ । আমি গর্ব করে বলতে পারি কাজী জাফর আহমদ অষ্টম প্রধানমন্ত্রী থাকাকালীন ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি গতকাল শনিবার রাতে উপজেলা শ্রীপুর ইউনিয়ন পদুয়া দারুসসুন্নাত মাহবুবিয়া কমপ্লেক্স উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

পদুয়া দারুসসুন্নাত মাহবুবিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহামমদ নিজাম উদ্দিনের সার্বিক পরিচালয় তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মেহবান হিসেবে তাফসীর পেশ করেন জৌনপুর ভারত বড় হুজুর পীর সাহেব ফাররুখ ছেয়ার সিদ্দিকী আল কোরাইশী সাহেব, প্রধান ওয়াজিন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বাড্ডা বাইতুল আহমাদ জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা জাবের হোসাইন নেছারী, বিশেষ ওয়াজিন হিসাবে তাসফির পেশ করেন ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা মোহামমদ নিজাম উদ্দিন, লালমাই জামেয়া মহিলা দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা শফিউল আলম। সাবিক
পদুয়া দারুসসুন্নাত মাহবুবিয়া কমপ্লেক্সের পতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহামমদ নিজাম

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩