সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে ১০১ কোমলমতি শিক্ষার্থী পেল এনাম ফাউন্ডেশনের মেধাবৃত্তি শিবচরে ফেনসিডিল ও মদসহ মাদক কারবারি আটক কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’ চৌদ্দগ্রামে অসহায়ের নতুন ঘর নির্মাণে ঢেউটিন হস্তান্তর টঙ্গীতে গার্মেন্টসে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক রাজাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত মো: রেজাউল করিম ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মহড়া বিশ্ববিদ্যালয় দিবসে জাবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ : প্লাস্টিকের বিনিময়ে চারাগাছ বানারীপাড়ায় ভূয়া লাইসেন্স দেখিয়ে ‘শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর অবৈধ লেনদেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের টহল জোরদার পঞ্চম বারের মতো পিছিয়ে ২৫ ফেব্রুয়ারিতে ব্রাকসু নির্বাচন পূবাইলে প্রতিষ্ঠানে নেই ছাত্রছাত্রী, মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ টঙ্গীতে সরকারী হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের লাশ পুঠিয়ায় খানাখন্দ আর ফুটপাত দখলে নাকাল মহাসড়ক, চরম ঝুঁকিতে জনজীবন কমলনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু ঈদগাঁওয়ে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক কমিটি ঘোষণা কচুছড়ি মুখ থেকে দেড় লাখের কাছাকাছি মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক দেশনেত্রীর অসমাপ্ত কাজ ও গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে : ডা. জাহিদ গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী সংগঠন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব–এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘ফিন ফেস্ট’ শুরু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কেক কাটা, বেলুন উড়ানো ও বর্ণাঢ্য র‍যালির মাধ্যমে ফেস্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী শেষ দুপুর তিনটায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী অর্নিতা সেনের সঞ্চালনায় পবিত্র কুরআন ও গীতা থেকে পাঠের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর ড. মো. আব্দুল হাকিম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এমদাদুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আয়োজক সূত্রে জানা যায়, ফিন ফেস্টের অংশ হিসেবে ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ও কেস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এছাড়া সোমবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ফেস্টের শেষ দিনে আগামীকাল একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রাখা হয়েছে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ সবসময়ই বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সক্রিয় ও সফল ভূমিকা রেখে আসছে, যা শিক্ষার্থীদের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়ক। শিক্ষকরাও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমন একটি মেগা প্রোগ্রাম আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, প্রতিটি আয়োজনই নিজেকে প্রকাশের একটি সুযোগ। কাজের মাধ্যমেই নিজেকে তুলে ধরার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে’

উপ- উপচার্য ড. মাসুদা কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে। একই সঙ্গে আমাদের নিজেদের জানতে হবে—আমি কে। কারণ কোনো কিছু সঠিকভাবে ব্যবহার করতে হলে আগে সেটি সম্পর্কে জানা প্রয়োজন। আমরা প্রতিনিয়ত নিজেকেই সবচেয়ে বেশি ব্যবহার করি, তাই সবার আগে আমাদের নিজেদের সম্পর্কে জানা জরুরি। মানুষের দুটি সত্তা রয়েছে -একটি শারীরিক (ফিজিক্যাল) এবং অন্যটি আধ্যাত্মিক (স্পিরিচুয়াল)। শারীরিক সত্তা একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আধ্যাত্মিক সত্তা সৃষ্টিকর্তার কাছে ফিরে যাবে। তাই আমাদের উচিত আধ্যাত্মিক চর্চায় আরও বেশি মনোযোগী হওয়া।’

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. মনজুর হোসাইন বলেন, ‘সকলের সহযোগিতায় দীর্ঘদিনের পরিকল্পনার পর আমরা সফলভাবে ফিন-ফেস্ট আয়োজন করতে পেরেছি। ফিন-ফেস্ট উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা এবং কেস কম্পিটিশনের আয়োজন করেছি। আগামীকাল এই আয়োজনের অংশ হিসেবে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।’

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩