রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
খুলনা, বিশেষ প্রতিনিধি:
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকরা আহরণর অপরাধে আহরিত কাঁকরাসহ দুই বনজীবী কে আটক করা হয়েছে। আটককৃত বনজীবী আল আমিন ও কামাল হাওলাদারের বাড়ি শরণখোলা উপজেলার বন সংলগ্ন খুড়িয়াখালি গ্রামে।
বনবিভাগ সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে (৯ জানুয়ারি) পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির সদস্যরা সুপতি স্টেশনের সৌলার খাল এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রায় ১৫ কেজি কাঁকড়া, একটি ডিঙ্গি নৌকা এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, কাঁকরা সংরক্ষন ও প্রজনন বৃদ্ধির জন্য জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩