শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান খালেদা জিয়ার স্মরণে পূবাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২ দিনাজপুর-৬ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রবাসী শুকুরের পাশে ‘বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন’ মোংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ত্রিশালে পিকাআপ সহ গরু চোর চক্র আটক আমতলীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের মতবিনিময় খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নীলফামারী-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় চবিতে ভর্তি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন গোয়াইনঘাটের বিএনপির নেতা খোকন কুবিতে টাইম ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ‘বিপ্লব থেকে বিজয়’ শীর্ষক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা তিস্তার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা হাতে আসার অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

মাভাবিপ্রবিতে ‘বিপ্লব থেকে বিজয়’ শীর্ষক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘বিপ্লব থেকে বিজয়’ শীর্ষক দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাভাবিপ্রবি শাখার আহ্বায়ক তুষার আহমেদ এবং সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান রাকিব। এতে প্রধান বক্তা ও আলোচক হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম; তবে পথে গাড়ি নষ্ট হওয়ায় তারা আসতে পারেননি।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল হায়দার, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এবং বীর মুক্তিযোদ্ধা নুরজামান।

‎আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলো স্মরণ করেন। তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০-এর গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’ এক অবিস্মরণীয় অধ্যায়। দীর্ঘ লড়াই ও অসংখ্য ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্যের ঠাঁই হবে না। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি সাম্যভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্র নেতৃবৃন্দ।

‎কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “জান দেবো কিন্তু জুলাই দেবো না”—শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; দেশের সঠিক ইতিহাস ও সংগ্রামের পথ সম্পর্কে সচেতন হতে হবে। জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সুস্থ রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

‎অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের ওপর ভিত্তি করে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে প্রদান করা হবে । কুইজে প্রথম স্থান অধিকারীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৫ হাজার, তৃতীয় স্থান অধিকারীকে ৩ হাজার এবং সপ্তম থেকে দশম স্থান অধিকারীদের ১ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে।

‎আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিপ্লবের আকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখা এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই এ আয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আগামীতে এ ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩