সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৫ নাচোলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়ার হাট : দক্ষিণবঙ্গের বৃহত্তম সাপ্তাহিক বাজার বোদায় অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ নবীনগরে এলপিজি গ্যাসের দামে অনিয়মের অভিযোগ মুরাদনগরে যানজট যেন নিত্যসঙ্গী ঈদগাঁওয়ে তিন গ্যাস সিলিন্ডার দোকানিকে জরিমানা কিডনি রোগে আক্রান্ত অসহায় শিশুর পাশে পাঁচবিবি জামায়াতের এমপি প্রার্থী বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা চবির ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি প্রতিযোগী ৩৫ জন শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন উদ্যোগ ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে জমে উঠেছে বহুমাত্রিক জমজমাট নির্বাচনী লড়াই রপ্তানি আয়ে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাদা দলের দোয়া মাহফিল মদ, গাঁজা ও ব্যবহৃত বিছানাপত্রসহ র‍্যাগ জোন জব্দ, প্রশাসনের হস্তক্ষেপে সিলগালা প্রচণ্ড শীতে কাঁপছে সন্ধ্যা নদীর ভাসমান ‘মানতা’ জেলেরা ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

মো: মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামে এক মুসল্লির ইন্তেকাল হয়েছে।

নিহত আবুল হোসেন তালুকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শী মুসল্লিদের ভাষ্য অনুযায়ী, শনিবার সারাদিন তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় মাগরিবের নামাজ বাড়িতে আদায় করার পর প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে কুমারখালি বাজারে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে কুমারখালি বাজার মসজিদে এশার নামাজ আদায় করতে যান তিনি।

নামাজ চলাকালে সেজদারত অবস্থায় হঠাৎ করে তিনি নিথর হয়ে পড়েন। নামাজ শেষে মুসল্লিরা তাকে সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন, তিনি ইতোমধ্যেই ইন্তেকাল করেছেন। বিষয়টি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদে ও আশপাশে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন। আকস্মিক এই মৃত্যুতে জানাজার সময় অনেক স্বজন ও মুসল্লিকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন তালুকদার ছিলেন সৎ, শান্ত স্বভাবের ও অত্যন্ত ধর্মপ্রাণ একজন মানুষ। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং এলাকায় একজন পরিশ্রমী ও ভদ্র কৃষক হিসেবে সুপরিচিত ছিলেন।

নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, “ইবাদতের মধ্যেই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এটা সত্যিই সৌভাগ্যের বিষয়।” তার ইন্তেকালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই এই মৃত্যুকে একজন ধর্মপ্রাণ মানুষের জন্য মর্যাদাপূর্ণ পরিণতি হিসেবে দেখছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩