সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
মাহবুব হাসান, নলছিটি (ঝালকাঠির) প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মোল্লারহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঝালকাঠি-নলছিটি-২ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
এ সময় মোল্লারহাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী ও উপস্থিত মুসল্লিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩