সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
ঈদগাঁওতে জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম প্রকাশ ডিপি বাহাদুরের সমর্থনে গণসংযোগ অব্যাহত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়ি পাল্লা মার্কায় সমর্থন কামনা করেন।
জামায়াত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, ইসলামপুর ইউনিয়ন জামায়াত সভাপতি সাহাব উদ্দিন, ঈদগাঁও বাজারের সাবেক সেক্রেটারি মুফিজুর রহমান মুফিজ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য সরওয়ার কামালসহ অন্যান্যরা।
নেতৃবৃন্দ বৃহত্তর ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলম এম, এ, আমানুল্লাহ সহ অন্যান্যদের বাড়িতে গণসংযোগ করেন। এ সময় তারা বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিম প্রকাশ ভূতুর বাড়িতে মতবিনিময় বৈঠকে মিলিত হন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩