মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
১৬ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ত্রিশাল কেন্দ্রীয় স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, ত্রিশাল থানার কর্মকর্তা বৃন্দ,ত্রিশাল পৌরসভার প্রতিনিধিগণ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ত্রিশাল, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
দিবসটি উপলক্ষে সরকারী নজরুল একাডেমীর মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন শেষে আলোচনা সভায় অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধা এবং জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩