সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার গৌরবগাঁথা ৭ ডিসেম্বর। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

হানাদারমুক্ত দিবস উপলক্ষে নাসির নগর উপজেলা প্রশাসন, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে রণাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা থানা মসজিদের ইমাম হযরত মাওলানা হাফেজ মো. অলিউল্লাহ।

পরে উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রনি দেবনাথ।

হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে রণাঙ্গনে বীর শহীদদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন।

পরে রণাঙ্গনে বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা থানা মসজিদের ইমাম হযরত মাওলানা হাফেজ মোঃ অলিউল্লাহ। নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন এর সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা বাবু রনি দেবনাথের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা এম এ হান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আজম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার ভুমি মোঃ সাহেল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মকবুল হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদ আহম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদির, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা মোঃ তিতু ভুঁইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, এনসিপির উপজেলা প্রধান সম্বনয়ক মোঃ হাফিজ মিয়া প্রমুখ।

এছাড়া উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ও সুশীল সমাজের নেতৃত্ববৃন্দ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মুক্তিকামী জনতা নাসিরনগরকে পাক হানাদারমুক্ত করেন। এর আগে ১৫ নভেম্বর পাকবাহিনী ও রাজাকার-আলবদর-আলশামস বাহিনীর সহায়তায় নাসির নগর উপজেলার কুলিকুন্ডা, ফুলপুর, নুরপুর, নিশ্চিন্তপুর, তিলপাড়া, শিংহগ্রাম ও তুল্লাপাড়ায় গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটতরাজ চালানো হয়।

নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে মুক্তিযোদ্ধারা ৭ ডিসেম্বর নাসিরনগর থানা প্রাঙ্গণে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়িয়ে নাসিরনগরকে হানাদারমুক্ত ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩