সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে হরিজন অধিকার আদায় সংগঠনের ডাকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন জেলার সকল সুইপার।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বিভিন্ন সুপার গুষ্টির মানুষ এ সময় তাদের দাবি একটাই লালমনিরহাট জেলা প্রশাসনের অধীনে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়। এখান থেকে বাদ পড়ে যায় সুপাররা।
তাদের দাবি তারা বৈষম্যের শিকার হয়েছে তারা বলেন আমরা কেন আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হব আসলে এই পরিচ্ছন্ন কর্মী আমরা সুইপাররা হবো এখানে কিভাবে মুসলমান ধর্মের লোকজন স্থান পায়।
মুসলমান সম্প্রদায়ের মানুষের জন্য সকল প্রকার নিয়োগ দেয় বাংলাদেশ সরকার কিন্তু আমরা সুইপাররা শুধু পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করার সুযোগ পাই। কিভাবে সেখান থেকে বঞ্চিত হই আমরা। আমরা তো মুসলমানদের চাকরিতে ভাগ নিতে যাই না, তারা কেন আমাদের অধিকার কেড়ে নিতে চায়।
তারা আরো বলেন, আমরা কোন বড় চাকরি করতে পারিনা আমরা তাহলে কি খেয়ে বেঁচে থাকবো।
আমরা একটা দোকান দিলে সেখানে কেউ খাবেনা। আমর কোন ব্যবসা করতে পারি না।
আমরা কোন ভালো জায়গায় যেতে পারিনা তাহলে আমরা যাব কেথায়।
এসময় একজন মহিলা সুইপার জানায় আমাদের পরিচ্ছন্ন কর্মী নিয়োগের জন্য একটি চক্রান্ত সৃষ্টি করে। তাই নিয়োগ পরীক্ষা অনেক কঠিন করেছে। যেন আমরা কেউ পরীক্ষায় উত্তীর্ণ না হই।
আমরা বলতে চাই ওই নিয়োগ বাতিল করে অষ্টম শ্রেণি পাশের প্রশ্ন তৈরি করে আমাদের নিয়োগ পরীক্ষা নেওয়া হোক। পরীক্ষা যদি ইন্টারমিডিয়েটের মত কঠিন হয় তাহলে আমরা কিভাবে টিকবো সেই পরিক্ষায়।
তারা জানায়, এটা আমাদের উপরে বৈষম্য করা হয়েছে কেন করলেন এমন বৈষম্য জেলা প্রশাসন আমাদের সাথে। তারা জেলা প্রশাসনকে অনুরোধ করে বলেন, এই নিয়োগ বাতিল করে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক
সর্বশেষ হরিজন সংগঠনের সভাপতি জানায়, এই নিয়োগ বাতিল না হলে আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং আমরা সামনের দিকে আন্দোলনের জন্য ডাক দেবো।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩