সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
বালিয়াকান্দি প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার বাঘিয়া গ্রামে যেন হঠাৎ করেই নেমে এলো এক হৃদয় বিদারক অধ্যায়। দীর্ঘদিনের পারিবারিক অশান্তি যেন শেষ পর্যন্ত রূপ নিল বিরল ও ভয়াবহ এক ঘটনায়—ননদের কামড়ে ছিঁড়ে গেল ভাবীর ঠোঁট।
শনিবার সকালটা হয়তো সাধারণই ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই সকাল বদলে গেল র’ক্তা’ক্ত বাস্তবতায়। নিয়মিত চলতে থাকা কলহের একপর্যায়ে শুরু হয় ধস্তাধস্তি। চুল ধরে টানাটানি, ঠেলাঠেলি—এভাবেই উত্তেজনার শেষ সীমায় পৌঁছে যায় পরিস্থিতি। আর ঠিক তখনই ননদের ক্ষি’প্ত আচরণ নিয়ে গেল অমানবিকতায়—হঠাৎই তিনি কামড়ে ধরলেন ভাবী পারুলী বেগমের ঠোঁট। মুহূর্তেই ছিঁড়ে গেল চামড়া-মাংস, ভেঙে পড়ল এক নারীর স্বাভাবিক জীবনের স্বপ্ন।
গুরুতর আ’হ’ত অবস্থায় পারুলী বেগমকে নেয়া হয় রাজবাড়ী সদর হাসপাতালে। সেখানে সিনিয়র সার্জারি বিশেষজ্ঞ ডাঃ রাজীব দে সরকার রিকনস্ট্রাকশন সার্জারি করলেও জানালেন—
“পুরো টিস্যু না থাকায় আগের মতো অবস্থায় ফেরা কঠিন।”
এ যেন এক নারীর মুখে স্থায়ী ছাপ রেখে যাওয়া নিস্তব্ধ যন্ত্রণা।
চোখে পানি নিয়ে পারুলী বেগম বললেন, ন্যায়বিচারের জন্য তিনি মামলা করবেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩